বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খেলতে খেলতে ঝিরির কুপে ডুবে মারা গেছে এক শিশু । তার নাম মো. তাকরিম (৪)। সে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের আব্দুল গফুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির জেঠা আলতাফ মিয়া। তিনি বলেন তার ভাইপু খেলতে গিয়ে ঝিরির কুমে দিকে চলে যায়। এক পর্যায়ে ঝিরির কুমে পড়ে ডুবে যায়।
এদিকে শিশুটির মা বড়ির পাশের শসা ক্ষেতে কাজ করছিল। তখন বেলা ৩ টা। আর শিশুটি মায়ের পাশে খেলছিল। এক পর্যায়ে মায়ের অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়।
বুধবার, ১৪ মে ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খেলতে খেলতে ঝিরির কুপে ডুবে মারা গেছে এক শিশু । তার নাম মো. তাকরিম (৪)। সে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের আব্দুল গফুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির জেঠা আলতাফ মিয়া। তিনি বলেন তার ভাইপু খেলতে গিয়ে ঝিরির কুমে দিকে চলে যায়। এক পর্যায়ে ঝিরির কুমে পড়ে ডুবে যায়।
এদিকে শিশুটির মা বড়ির পাশের শসা ক্ষেতে কাজ করছিল। তখন বেলা ৩ টা। আর শিশুটি মায়ের পাশে খেলছিল। এক পর্যায়ে মায়ের অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়।