পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ৫০ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উপহার দেয়া হয়েছে। গত বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন উপস্থিত থেকে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ।
শুক্রবার, ১৬ মে ২০২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ৫০ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উপহার দেয়া হয়েছে। গত বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন উপস্থিত থেকে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ।