বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে দুইটি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে।
ডিবির এস আই মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বগুড়া সদরের মাটিডালি হোটেল মাহাথিরে সামনে একদল চোর অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দুইটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর দক্ষিণপাড়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৭), বগুড়ার সোনাতলা থানার হলিদাবগা গ্রামের আজাদুলের ছেলে মো. কারণ (২৮) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার চন্দিয়া হানিফপাড়া গ্রামের মৃত নূরুল হোসেন এর ছেলে মো. হারুন মিয়া (৪৭)।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদের দেয়া তথ্য মোতাবেক রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারস্থ মেসার্স শাহিন অটো এন্ড ব্যাটারি হাউজ এর স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান শাহীন. শেফালী, মজিদ মিয়া হাওলাদার মো. মমিন হাওলাদার (২৯), মো. সনজু মিয়াসহ (৩০), ২টি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরার জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত বগুড়া জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকা হতে ব্যটারি চালিত অটোরিকশা চুরি করে ক্রয় বিক্রয় করে।
শুক্রবার, ১৬ মে ২০২৫
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে দুইটি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে।
ডিবির এস আই মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বগুড়া সদরের মাটিডালি হোটেল মাহাথিরে সামনে একদল চোর অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দুইটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর দক্ষিণপাড়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৭), বগুড়ার সোনাতলা থানার হলিদাবগা গ্রামের আজাদুলের ছেলে মো. কারণ (২৮) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার চন্দিয়া হানিফপাড়া গ্রামের মৃত নূরুল হোসেন এর ছেলে মো. হারুন মিয়া (৪৭)।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদের দেয়া তথ্য মোতাবেক রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারস্থ মেসার্স শাহিন অটো এন্ড ব্যাটারি হাউজ এর স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান শাহীন. শেফালী, মজিদ মিয়া হাওলাদার মো. মমিন হাওলাদার (২৯), মো. সনজু মিয়াসহ (৩০), ২টি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরার জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত বগুড়া জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকা হতে ব্যটারি চালিত অটোরিকশা চুরি করে ক্রয় বিক্রয় করে।