প্রবাদ আছে, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। আসলে বাস্তবেও তাই ঘটছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। যেই মসজিদ থেকে মানুষকে ধর্ম-কর্ম করার জন্য ডাকা হয় প্রতিনিয়ত, বলা হয় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সুদসহ বিভিন্ন অপরাধ ছেড়ে ভালো পথে ফেরার, এবার সেই মসজিদেই চুরি করেছে চোরদল। তাও আবার একবার নয় প্রকাশ্য দিবালোকে একই মসজিদ থেকে দুই দফায় চুরি করে বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা। গতকাল রোববার সকালে সোনারগাঁও পৌরসভা এলাকার চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে চুরির এই ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে সোনারগাঁও পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদের আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরদল। মসজিদের ইমাম তাজুল ইসলাম জানান, তিনি এদিন সকালে মক্তবে শিশুদের পড়ানো শেষে মসজিদ বন্ধ করে দেন। ঘন্টাখানেক পর গিয়ে দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা এবং ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদ নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় চোরেরা। মসজিদের কোষাধ্যক্ষ রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় চোরদল হানা দেয়। সেসময় মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো সেই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে পর পর দুই দফা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষজন বলছে প্রবাদের কথাই সত্যি যে, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। যেই উপাসনালয় থেকে ধর্মের কথা বলা হয়, এবার সেই উপাসনালয়েই চুরি করে তার প্রমান শক্তভাবে দিলো চোরেরা।
সোমবার, ১৯ মে ২০২৫
প্রবাদ আছে, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। আসলে বাস্তবেও তাই ঘটছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। যেই মসজিদ থেকে মানুষকে ধর্ম-কর্ম করার জন্য ডাকা হয় প্রতিনিয়ত, বলা হয় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সুদসহ বিভিন্ন অপরাধ ছেড়ে ভালো পথে ফেরার, এবার সেই মসজিদেই চুরি করেছে চোরদল। তাও আবার একবার নয় প্রকাশ্য দিবালোকে একই মসজিদ থেকে দুই দফায় চুরি করে বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা। গতকাল রোববার সকালে সোনারগাঁও পৌরসভা এলাকার চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে চুরির এই ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে সোনারগাঁও পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদের আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরদল। মসজিদের ইমাম তাজুল ইসলাম জানান, তিনি এদিন সকালে মক্তবে শিশুদের পড়ানো শেষে মসজিদ বন্ধ করে দেন। ঘন্টাখানেক পর গিয়ে দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা এবং ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদ নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় চোরেরা। মসজিদের কোষাধ্যক্ষ রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় চোরদল হানা দেয়। সেসময় মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো সেই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে পর পর দুই দফা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষজন বলছে প্রবাদের কথাই সত্যি যে, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। যেই উপাসনালয় থেকে ধর্মের কথা বলা হয়, এবার সেই উপাসনালয়েই চুরি করে তার প্রমান শক্তভাবে দিলো চোরেরা।