সোমবার, (১৯ মে ২০২৫) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজা পাড়া সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তার নাম সামছু মিয়া (২৫)। সে বিশম্ভরপুর উপজেলার রাজাপাড়া গ্রামের সাত্তার মিয়ার পুত্র।
বিজিবি জানায়, আহত সামছু মিয়াসহ আরও ৪-৫ জন চোরাকারবারি রাজাপাড়া সীমান্তের সীমান্ত পিলার ১২১০/১০ এস এর নিকট দিয়ে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে। বর্তমানে ভারতের সীমান্ত এলাকায় কারফিউ জারি থাকায় বি এস এফ প্রথমে বাঁধা নিষেধ করে। কিন্ত তারা বাধা উপেক্ষা করে এগুতে চাইলে বিএসএফ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে এতে সামছু মিয়া আহত হন। তার বাম হাতের কাধের উপর গুলি লাগে। অন্যরা পালিয়ে যান। আহতকে তার স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি এক প্রেস রিলিজে জানায় বর্ণিত নাগরিকরা চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
সোমবার, ১৯ মে ২০২৫
সোমবার, (১৯ মে ২০২৫) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজা পাড়া সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তার নাম সামছু মিয়া (২৫)। সে বিশম্ভরপুর উপজেলার রাজাপাড়া গ্রামের সাত্তার মিয়ার পুত্র।
বিজিবি জানায়, আহত সামছু মিয়াসহ আরও ৪-৫ জন চোরাকারবারি রাজাপাড়া সীমান্তের সীমান্ত পিলার ১২১০/১০ এস এর নিকট দিয়ে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে। বর্তমানে ভারতের সীমান্ত এলাকায় কারফিউ জারি থাকায় বি এস এফ প্রথমে বাঁধা নিষেধ করে। কিন্ত তারা বাধা উপেক্ষা করে এগুতে চাইলে বিএসএফ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে এতে সামছু মিয়া আহত হন। তার বাম হাতের কাধের উপর গুলি লাগে। অন্যরা পালিয়ে যান। আহতকে তার স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি এক প্রেস রিলিজে জানায় বর্ণিত নাগরিকরা চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।