পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের সফল কৃষক সুলতান সরদার বাতাবী লেবু চাষ করে সফলতা অর্জন করেছে। এই কৃষি উদ্যোক্তা গ্রামে লেবু চাষ করেই খ্যান্ত হয়নি। তার কৃষি খামারে নানা জাতের শাকসবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে সবুজ বিপ্লব যটিয়েছে। প্রায় ২ একর জমিতে লেবুসহ অন্যান্য সবজি চাষ শুরু করেন। অত্র অঞ্চলে লেবু তেমন চাষ কিংবা ফলন ভালো হয় না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তিনি লেবু চাষ করতে উদ্বুদ্ধ হয়।
তার বাগানে সারি সারি বাতাবী লেবু গাছে ধোকায় ধোকায় লেবু শোভা পাচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে। জমিতে লেবুর ফলন দেখে এলাকার কৃষকরাসহ সুলতান সরদার রীতিমত আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার কৃষি কাজের উপর আগ্রহ বেড়ে যাওয়ায় কৃষি খামার করার চিন্তা মাথায় আসে। আবাদি ও অনাবাদি জমিতে শাকসবজিসহ অন্যান্য ফসলের চাষ করতে আগ্রহী হয়ে উঠে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানায়, চলতি মৌসুমে উপজেলায় বেশ কয়েকজন সফল কৃষক জমিতে লেবুর চাষ করেছেন। বিগত বছরের তুলনায় এই বছর উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকরা লেবুর চাষ করেছে।
স্থানীয় চাহিদা মিটাতে কৃষকরা এবার অধিক পরিমান জমিতে লেবুর চাষ করেছে। বাজারে ব্যাপক চাহিদা থাকা ও দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হয়েছে। এই বছর কৃষি খামারে লেবুর ব্যাপক ফলন হয়েছে।
সোমবার, ১৯ মে ২০২৫
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের সফল কৃষক সুলতান সরদার বাতাবী লেবু চাষ করে সফলতা অর্জন করেছে। এই কৃষি উদ্যোক্তা গ্রামে লেবু চাষ করেই খ্যান্ত হয়নি। তার কৃষি খামারে নানা জাতের শাকসবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে সবুজ বিপ্লব যটিয়েছে। প্রায় ২ একর জমিতে লেবুসহ অন্যান্য সবজি চাষ শুরু করেন। অত্র অঞ্চলে লেবু তেমন চাষ কিংবা ফলন ভালো হয় না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তিনি লেবু চাষ করতে উদ্বুদ্ধ হয়।
তার বাগানে সারি সারি বাতাবী লেবু গাছে ধোকায় ধোকায় লেবু শোভা পাচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে। জমিতে লেবুর ফলন দেখে এলাকার কৃষকরাসহ সুলতান সরদার রীতিমত আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার কৃষি কাজের উপর আগ্রহ বেড়ে যাওয়ায় কৃষি খামার করার চিন্তা মাথায় আসে। আবাদি ও অনাবাদি জমিতে শাকসবজিসহ অন্যান্য ফসলের চাষ করতে আগ্রহী হয়ে উঠে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানায়, চলতি মৌসুমে উপজেলায় বেশ কয়েকজন সফল কৃষক জমিতে লেবুর চাষ করেছেন। বিগত বছরের তুলনায় এই বছর উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকরা লেবুর চাষ করেছে।
স্থানীয় চাহিদা মিটাতে কৃষকরা এবার অধিক পরিমান জমিতে লেবুর চাষ করেছে। বাজারে ব্যাপক চাহিদা থাকা ও দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হয়েছে। এই বছর কৃষি খামারে লেবুর ব্যাপক ফলন হয়েছে।