সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের দক্ষিণে জয়াগ ইউপি’র বর্মন বাড়ির পাশের ডোবা থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউপি’র ১নং ওয়ার্ড জয়াগ গ্রামের বর্মন বাড়ির পূর্ব পার্শ¦বর্তী স্থান ও সোনাইমুড়ী-রামগঞ্জ পাকা সড়কের লাগোয়া একই এলাকার আব্দুল আউয়ালের জায়গার ডোবা থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত রাহেদ পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার ৬নং রামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ইউসুফ কামালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে বর্মন বাড়ির খোকন চন্দ্রের পুত্র জুয়েল চন্দ্র বর্মন ডোবার পাশে মাছের পোনা ছাড়তে গেলে পাশ^বর্তী ডোবা থেকে পঁচা দুর্গন্ধ পেলে একটু এগিয়ে ডোবার পাড়ে দাড়িয়ে জুয়েল চন্দ্র দেখতে পায়, ডোবাতে কচুরিপানার মাঝখানে কালো রংয়ের একটি প্যান্ট ও কোমরে গামছা পেচানো পঁচা ও দুর্গন্ধযুক্ত লাশটি দেখে তাৎক্ষনিক সে চিৎকার দেয় ও তার জেঠাত ভাই সুমন বর্মনকে মুঠোফনে বিষয়টি জানায়। সুমন বর্মন তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদকে জানালে তিনি সোনাইমুড়ী থানায় অবহিত করে। পুলিশ গলিত লাশটি উদ্ধার করে। এ সময় পরস্পর সংবাদ পেয়ে পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় রামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ইউসুফ কামাল সহ তার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিধানে থাকা প্যান্ট, কোমরের বেল্ট ও পুরাতন গামছা দেখে গলিত লাশটি তার ছেলে রাহেদ হোসেন এর লাশ মর্মে সনাক্ত করেন। তিনি আরো জানান, তার ছেলে রাহেদ অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২ মে’২৫ রাত থেকেই রাহেদ নিখোঁজ থাকায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
লাশটি পাওয়ার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এছাড়া স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত ৮/৯ দিন আগে জয়াগ বাজারের পশ্চিমে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহীন একটি অটো রিক্সা সোনাইমুড়ী থানা পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পূর্ব শত্রুতা কিংবা স্থানীয় কোন গুরুতর অপরাধ প্রত্যক্ষ করায় তৎ আক্রোশে ক্রাইম জোনের অপরাধীরা রাহেদকে খুন করে এখানে লাশ ফেলে যায়।
এই ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, পুলিশ লাশটির সুরুত হাল রিপোর্ট তৈরি ও ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের দক্ষিণে জয়াগ ইউপি’র বর্মন বাড়ির পাশের ডোবা থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউপি’র ১নং ওয়ার্ড জয়াগ গ্রামের বর্মন বাড়ির পূর্ব পার্শ¦বর্তী স্থান ও সোনাইমুড়ী-রামগঞ্জ পাকা সড়কের লাগোয়া একই এলাকার আব্দুল আউয়ালের জায়গার ডোবা থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত রাহেদ পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার ৬নং রামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ইউসুফ কামালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে বর্মন বাড়ির খোকন চন্দ্রের পুত্র জুয়েল চন্দ্র বর্মন ডোবার পাশে মাছের পোনা ছাড়তে গেলে পাশ^বর্তী ডোবা থেকে পঁচা দুর্গন্ধ পেলে একটু এগিয়ে ডোবার পাড়ে দাড়িয়ে জুয়েল চন্দ্র দেখতে পায়, ডোবাতে কচুরিপানার মাঝখানে কালো রংয়ের একটি প্যান্ট ও কোমরে গামছা পেচানো পঁচা ও দুর্গন্ধযুক্ত লাশটি দেখে তাৎক্ষনিক সে চিৎকার দেয় ও তার জেঠাত ভাই সুমন বর্মনকে মুঠোফনে বিষয়টি জানায়। সুমন বর্মন তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদকে জানালে তিনি সোনাইমুড়ী থানায় অবহিত করে। পুলিশ গলিত লাশটি উদ্ধার করে। এ সময় পরস্পর সংবাদ পেয়ে পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় রামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ইউসুফ কামাল সহ তার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিধানে থাকা প্যান্ট, কোমরের বেল্ট ও পুরাতন গামছা দেখে গলিত লাশটি তার ছেলে রাহেদ হোসেন এর লাশ মর্মে সনাক্ত করেন। তিনি আরো জানান, তার ছেলে রাহেদ অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২ মে’২৫ রাত থেকেই রাহেদ নিখোঁজ থাকায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
লাশটি পাওয়ার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এছাড়া স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত ৮/৯ দিন আগে জয়াগ বাজারের পশ্চিমে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহীন একটি অটো রিক্সা সোনাইমুড়ী থানা পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পূর্ব শত্রুতা কিংবা স্থানীয় কোন গুরুতর অপরাধ প্রত্যক্ষ করায় তৎ আক্রোশে ক্রাইম জোনের অপরাধীরা রাহেদকে খুন করে এখানে লাশ ফেলে যায়।
এই ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, পুলিশ লাশটির সুরুত হাল রিপোর্ট তৈরি ও ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।