বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য দপ্তর -সংবাদ
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য দপ্তরের উদ্যোগে কোস্ট গার্ডের সহযোগিতায় পানগুছি ও বলেশ্বর নদীতে গত ২ দিনের অভিযাৎনে ৫ হাজার মিটার জাল আটক করে তা ভূর্ষিভূত করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১ টায় সোলমবাড়ীয়া বালুর মাঠে জব্দকৃত এ অবৈধ কারেন্ট জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোষ্টসার্ড এর মোরেলগঞ্জ ষ্ট্রেশন কর্মকর্তা, মেরিন ফিসারী অফিসার মো. মোদাচ্ছের হোসেন মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮দিন সমুদ্রসিমায় মৎস্য অহরন বন্ধের অংশ হিসেবে সোম ও মঙ্গলবার দুই দিনে উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে ভোর রাত থেকে সকার ১০ টা পর্যন্ত মৎস্য অফিসের উদ্দোগে কোষ্টগার্ডের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে বিভিন্ন স্থান থেকে ১৬টি চিংড়ী রেনু ধরার জাল, ৫টি চরগড়া জাল, ৪টি চায়না জুয়ারী জাল,৩টি অন্যান্য জালসহ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে দেয়া হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য দপ্তর -সংবাদ
মঙ্গলবার, ২০ মে ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য দপ্তরের উদ্যোগে কোস্ট গার্ডের সহযোগিতায় পানগুছি ও বলেশ্বর নদীতে গত ২ দিনের অভিযাৎনে ৫ হাজার মিটার জাল আটক করে তা ভূর্ষিভূত করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১ টায় সোলমবাড়ীয়া বালুর মাঠে জব্দকৃত এ অবৈধ কারেন্ট জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোষ্টসার্ড এর মোরেলগঞ্জ ষ্ট্রেশন কর্মকর্তা, মেরিন ফিসারী অফিসার মো. মোদাচ্ছের হোসেন মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮দিন সমুদ্রসিমায় মৎস্য অহরন বন্ধের অংশ হিসেবে সোম ও মঙ্গলবার দুই দিনে উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে ভোর রাত থেকে সকার ১০ টা পর্যন্ত মৎস্য অফিসের উদ্দোগে কোষ্টগার্ডের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে বিভিন্ন স্থান থেকে ১৬টি চিংড়ী রেনু ধরার জাল, ৫টি চরগড়া জাল, ৪টি চায়না জুয়ারী জাল,৩টি অন্যান্য জালসহ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে দেয়া হয়েছে।