বাগেরহাটের রাতের বেলা পিক-আপ নিয়ে সড়কের পাশের গোয়ালঘরের তালা ভেঙে প্রায়ই গরু চুরি হওয়ার ঘটনা ঘটছে। গত রোববার দিনগত রাত সাড়ে ৩টায় জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রাম থেকে চোরেরা একজন কৃষকের বাছুরসহ ৬টি গরু চুরি করে পিক-আপযোগে চলে গেছে। গরু চুরি করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করলে ফকিরহাট থানা পুলিশের একটি টিম রাতে ওই এলাকায় গেলেও চোরদের ধরতে পারেনি।
গরুর মালি পাগলা শ্যাম নগর গ্রামের শেখ শরিফুল ইসলাম জানান, বসতবাড়ী সংলগ্ন গোয়ালঘরে ২টি ষাড় ও বাছুরসহ ২ টি গাভী লালন-পালন করছিলাম। রবিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়ালঘরের দরজা ভেঙ্গে গরুগুলি নিয়ে নীল রংয়ের একটি পিকআপে তোলে। গোয়ালঘর ভাঙার এবং পিকআপের শব্দে বাড়ীর সকলের ঘুম ভেঙে গেলে ঘরের বাইরে এসে দেখা যায় গরুগুলি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ২টি মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করলেও আটক করতে পারেনি। পিকআপ থেকে ধানের বস্তা ফেলে মটরসাইকেলের গতিরোধ করে দেয় চোরেরা।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
বাগেরহাটের রাতের বেলা পিক-আপ নিয়ে সড়কের পাশের গোয়ালঘরের তালা ভেঙে প্রায়ই গরু চুরি হওয়ার ঘটনা ঘটছে। গত রোববার দিনগত রাত সাড়ে ৩টায় জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রাম থেকে চোরেরা একজন কৃষকের বাছুরসহ ৬টি গরু চুরি করে পিক-আপযোগে চলে গেছে। গরু চুরি করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করলে ফকিরহাট থানা পুলিশের একটি টিম রাতে ওই এলাকায় গেলেও চোরদের ধরতে পারেনি।
গরুর মালি পাগলা শ্যাম নগর গ্রামের শেখ শরিফুল ইসলাম জানান, বসতবাড়ী সংলগ্ন গোয়ালঘরে ২টি ষাড় ও বাছুরসহ ২ টি গাভী লালন-পালন করছিলাম। রবিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়ালঘরের দরজা ভেঙ্গে গরুগুলি নিয়ে নীল রংয়ের একটি পিকআপে তোলে। গোয়ালঘর ভাঙার এবং পিকআপের শব্দে বাড়ীর সকলের ঘুম ভেঙে গেলে ঘরের বাইরে এসে দেখা যায় গরুগুলি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ২টি মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করলেও আটক করতে পারেনি। পিকআপ থেকে ধানের বস্তা ফেলে মটরসাইকেলের গতিরোধ করে দেয় চোরেরা।