মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মাছবাহী পিকআপ ভ্যান ছিনতাই হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার মাসুরগাও ফেরিঘাট এলাকায় পিকআপ ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক এবং হেলপার আল আমিনের হাত-পা বেঁধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় পিকআপ ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক এবং হেলপার আল আমিনকে মারধর করে গুরুত্ব আহত অবস্থায় হাসাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায় তারা। পরে স্থানীয় এক অটোচালক তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদেরকে ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মাছবাহী পিকআপ ভ্যান ছিনতাই হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার মাসুরগাও ফেরিঘাট এলাকায় পিকআপ ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক এবং হেলপার আল আমিনের হাত-পা বেঁধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় পিকআপ ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক এবং হেলপার আল আমিনকে মারধর করে গুরুত্ব আহত অবস্থায় হাসাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায় তারা। পরে স্থানীয় এক অটোচালক তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদেরকে ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে।