নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করার অপরাধে নারায়ণগঞ্জে রয়্যাল নামে একটি টোব্যাকো কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা, ১ জনকে কারাদণ্ড এবং কারখানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলার গোদাইলঘাটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকসহ র্যাব-১১ এর ডেপুটি কমিশনার অব কাস্টমস এবং পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানে ২১ লাখ নকল ও ব্যবহৃত স্ট্যাম্প এবং ১৪ হাজার প্যাকেট সিগারেট (১ লাখ ৪০ হাজার শলাকা) জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করার অপরাধে রয়্যাল টোবাকো কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসার মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত স্ট্যাম্প ও সিগারেট নষ্ট করে দেয়া হয়েছে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করার অপরাধে নারায়ণগঞ্জে রয়্যাল নামে একটি টোব্যাকো কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা, ১ জনকে কারাদণ্ড এবং কারখানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলার গোদাইলঘাটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকসহ র্যাব-১১ এর ডেপুটি কমিশনার অব কাস্টমস এবং পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানে ২১ লাখ নকল ও ব্যবহৃত স্ট্যাম্প এবং ১৪ হাজার প্যাকেট সিগারেট (১ লাখ ৪০ হাজার শলাকা) জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করার অপরাধে রয়্যাল টোবাকো কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসার মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত স্ট্যাম্প ও সিগারেট নষ্ট করে দেয়া হয়েছে।