কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিঞ্চু আউশ ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর পরিচিতি ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রধারণ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানীরা অংশ নেয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম খলিল। ভার্চুয়ালি বক্তব্য দেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।
বুধবার, ২১ মে ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিঞ্চু আউশ ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর পরিচিতি ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রধারণ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানীরা অংশ নেয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম খলিল। ভার্চুয়ালি বক্তব্য দেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।