টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার আলমনগর মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে আব্দুল গফুরের গোয়ালঘরে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্র ওই কৃষকের শেষ সম্বল বলতে ওই গরু ৩টিই ছিল। দেনার দায়ে জর্জরিত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এবার কোরবানীর ঈদে গরু বিক্রি করে দেনা পরিশোধ করে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গোয়াল ঘরে আগুন দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার, ২১ মে ২০২৫
টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার আলমনগর মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে আব্দুল গফুরের গোয়ালঘরে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্র ওই কৃষকের শেষ সম্বল বলতে ওই গরু ৩টিই ছিল। দেনার দায়ে জর্জরিত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এবার কোরবানীর ঈদে গরু বিক্রি করে দেনা পরিশোধ করে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গোয়াল ঘরে আগুন দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।