লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে, কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত টমটমের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর এবং চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে রফিকুল ইসলাম রফিক নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং ওসমান গণি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রিজভি এবং আকাশ নামে আরও দুই জন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম রফিক উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অপর নিহত ওসমান গণি উপজেলার কাদির প-িতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, নিহত স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ বর্তমানে লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিকে জব্দ করা রয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত টমটমের ধাক্কায় আবুল কাশেম নামে এক বৃদ্ধ পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-বিবিরখিল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম বরইতলী ইউনিযনের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখীল মৌলভীর দোকান এলাকার আবুল শরীফের ছেলে। বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় ট্রেনের ধাক্কায় মোমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোমিন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে ট্রাকচালকের পেশা ছেড়ে আমবাগান পাহারার কাজে নিয়োজিত ছিলেন। আমবাগানটি রেললাইনের সাথেই ছিল। বাগানের মধ্যে অতিরিক্ত গরমের কারণে প্রায়ই রেললাইনের সাথে কাঠের ওপরে বসে সময় কাটাতেন তিনি। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু বলেন, গত সোমবার রাতে মোমিন আমবাগান পাহারা দিচ্ছিলেন। হয়তো রেললাইনের কাঠের ওপরে বসা অবস্থায়ই ঘুম চলে আসে তার। পরে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মোমিন।
বুধবার, ২১ মে ২০২৫
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে, কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত টমটমের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর এবং চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে রফিকুল ইসলাম রফিক নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং ওসমান গণি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রিজভি এবং আকাশ নামে আরও দুই জন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম রফিক উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অপর নিহত ওসমান গণি উপজেলার কাদির প-িতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, নিহত স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ বর্তমানে লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিকে জব্দ করা রয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত টমটমের ধাক্কায় আবুল কাশেম নামে এক বৃদ্ধ পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-বিবিরখিল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম বরইতলী ইউনিযনের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখীল মৌলভীর দোকান এলাকার আবুল শরীফের ছেলে। বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় ট্রেনের ধাক্কায় মোমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোমিন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে ট্রাকচালকের পেশা ছেড়ে আমবাগান পাহারার কাজে নিয়োজিত ছিলেন। আমবাগানটি রেললাইনের সাথেই ছিল। বাগানের মধ্যে অতিরিক্ত গরমের কারণে প্রায়ই রেললাইনের সাথে কাঠের ওপরে বসে সময় কাটাতেন তিনি। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু বলেন, গত সোমবার রাতে মোমিন আমবাগান পাহারা দিচ্ছিলেন। হয়তো রেললাইনের কাঠের ওপরে বসা অবস্থায়ই ঘুম চলে আসে তার। পরে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মোমিন।