ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের অনুদানের মঞ্জুরিকৃত চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ ও ১ জন আহত ব্যক্তিকে ১ লাখসহ ৪৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে আজমল জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং অন্য ৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হচ্ছেন মো. সালাউদ্দিন, মো. আবু হানিফ, মো. রিয়াদ, মো. জিয়া উদ্দিন, মো. মফিজুর রহমান, মো. হাসান মিয়া, মো. জুয়েল, মো. শহিদুল খান ও মো. হামিম।
শুক্রবার, ২৩ মে ২০২৫
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের অনুদানের মঞ্জুরিকৃত চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ ও ১ জন আহত ব্যক্তিকে ১ লাখসহ ৪৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে আজমল জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং অন্য ৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হচ্ছেন মো. সালাউদ্দিন, মো. আবু হানিফ, মো. রিয়াদ, মো. জিয়া উদ্দিন, মো. মফিজুর রহমান, মো. হাসান মিয়া, মো. জুয়েল, মো. শহিদুল খান ও মো. হামিম।