বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক ওই দুটি কমিটি গত বুধবার রাতে দেয়া হয়। এ উপলক্ষে ঘোষিত কমিটির নেতৃত্বে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে পাথরঘাটা শহরে গতকাল বৃহস্পতিবার বিকালে আনন্দ মিছিল করা হয় । অপর দিকে ওই দুই কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের পদ বঞ্চিত একাংশ।
ঘোষিত কমিটির পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল ইসলাম শরীফ। অপর দিকে পাথরঘাটা পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন শান্ত ইসলাম। তবে ওই কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত একাংশ নেতাকর্মী। এ সময় দ্রুত কমিটি বিলুপ্তির আহ্বান জানিয়েছেন বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। ঘোষিত এ কমিটির সবাই বিগত সময়ে রাজপথে আন্দোলনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে সবাইকে তো আর পদ পদবী দেয়া সম্ভব নয়।
শুক্রবার, ২৩ মে ২০২৫
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক ওই দুটি কমিটি গত বুধবার রাতে দেয়া হয়। এ উপলক্ষে ঘোষিত কমিটির নেতৃত্বে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে পাথরঘাটা শহরে গতকাল বৃহস্পতিবার বিকালে আনন্দ মিছিল করা হয় । অপর দিকে ওই দুই কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের পদ বঞ্চিত একাংশ।
ঘোষিত কমিটির পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল ইসলাম শরীফ। অপর দিকে পাথরঘাটা পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন শান্ত ইসলাম। তবে ওই কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত একাংশ নেতাকর্মী। এ সময় দ্রুত কমিটি বিলুপ্তির আহ্বান জানিয়েছেন বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। ঘোষিত এ কমিটির সবাই বিগত সময়ে রাজপথে আন্দোলনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে সবাইকে তো আর পদ পদবী দেয়া সম্ভব নয়।