নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মেদুলিয়া গ্রামের চাঞ্চল্যকর রাহুল খান হত্যাকাণ্ডের মূলহোতা রাজিব ওরফে রাজু (১৯) পুলিশের জালে অবশেষে ধরা পড়েছে।
শুক্রবার,(২৩ মে ২০২৫) সকালে সিংগাইর থানা পুলিশের একটিটিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করেন। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় (খাল) হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল খানকে (১৭) রাজুসহ তার ১২-১৮ জন সহযোগী মিলে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার, ২৩ মে ২০২৫
নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মেদুলিয়া গ্রামের চাঞ্চল্যকর রাহুল খান হত্যাকাণ্ডের মূলহোতা রাজিব ওরফে রাজু (১৯) পুলিশের জালে অবশেষে ধরা পড়েছে।
শুক্রবার,(২৩ মে ২০২৫) সকালে সিংগাইর থানা পুলিশের একটিটিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করেন। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় (খাল) হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল খানকে (১৭) রাজুসহ তার ১২-১৮ জন সহযোগী মিলে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।