ঢাকার নবাবগঞ্জে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজা রফিকুল ইসলামের (৪৫)। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দড়িকান্দা গ্রামের শেখ রমিজের ছেলে এবং অভিযুক্ত আমির আলী শেখ রমিজের আপন ভাই ও মৃত হামিদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত চাচা আমির আলী বাড়ি থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এই ঘটনায় একটি মামলা নেয়া হবে।
শুক্রবার, ২৩ মে ২০২৫
ঢাকার নবাবগঞ্জে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজা রফিকুল ইসলামের (৪৫)। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দড়িকান্দা গ্রামের শেখ রমিজের ছেলে এবং অভিযুক্ত আমির আলী শেখ রমিজের আপন ভাই ও মৃত হামিদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত চাচা আমির আলী বাড়ি থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এই ঘটনায় একটি মামলা নেয়া হবে।