দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কামরুজ্জামান বিপ্লব (৩৭) নামে এক দলিল লেখক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান বিপ্লব উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মাষ্টার পাড়ার মৃত আবদুল নূর শাহর ছেলে। তিনি চিরিরবন্দর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদি ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউনিটর ট্রেন চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই তিনি ট্রেনটির নিচে ঝাপিয়ে পড়েন। এতে হাত-পা এবং কোমর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাটি রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবগত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার, ২৩ মে ২০২৫
দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কামরুজ্জামান বিপ্লব (৩৭) নামে এক দলিল লেখক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান বিপ্লব উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মাষ্টার পাড়ার মৃত আবদুল নূর শাহর ছেলে। তিনি চিরিরবন্দর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদি ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউনিটর ট্রেন চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই তিনি ট্রেনটির নিচে ঝাপিয়ে পড়েন। এতে হাত-পা এবং কোমর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাটি রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবগত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।