সাংবাদিক লেখা স্টিকার প্রাইভেটকারে লাগিয়ে যাত্রী পারাপারের নামে সংঘবদ্ধ ছিনতাইকারির কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন শানু নামে এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী শানু জানান, তিনি তার গ্রামের বাড়ি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রীজে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেটকার মাওয়ায় যাত্রী নেবে বলে তাকে গাড়িতে ওঠায়। প্রাইভেটকারটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর তারা তার কাছে থাকা নগদ ২১ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং বিকাশ, নগদ ও ক্রেডিট কার্ডের গোপন নম্বর না দেয়ায় মারধর করে তাকে পদ্মা সেতু উত্তর থানার অদূরে একটি তেলের পাম্পের সামনে সার্ভিস লেনে ফেলে দিয়ে চলে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে, তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পদ্মা সেতু উত্তর থানার এসআই ইমানুর জানান, স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীসহ প্রাইভেটকারটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।
শুক্রবার, ২৩ মে ২০২৫
সাংবাদিক লেখা স্টিকার প্রাইভেটকারে লাগিয়ে যাত্রী পারাপারের নামে সংঘবদ্ধ ছিনতাইকারির কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন শানু নামে এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী শানু জানান, তিনি তার গ্রামের বাড়ি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রীজে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেটকার মাওয়ায় যাত্রী নেবে বলে তাকে গাড়িতে ওঠায়। প্রাইভেটকারটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর তারা তার কাছে থাকা নগদ ২১ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং বিকাশ, নগদ ও ক্রেডিট কার্ডের গোপন নম্বর না দেয়ায় মারধর করে তাকে পদ্মা সেতু উত্তর থানার অদূরে একটি তেলের পাম্পের সামনে সার্ভিস লেনে ফেলে দিয়ে চলে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে, তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পদ্মা সেতু উত্তর থানার এসআই ইমানুর জানান, স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীসহ প্রাইভেটকারটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।