ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজব আলী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪-৫-২০২৫) সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত শরীরের স্পর্শকাতর স্থানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার, ২৪ মে ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজব আলী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪-৫-২০২৫) সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত শরীরের স্পর্শকাতর স্থানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।