চট্টগ্রামের মীরসরাইয়ে এক ব্যবসায়ীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ভোরে মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার হাজি নুর আহমদের বাড়িতে রেন্ট-এ-কার ও গরুর ব্যাবসায়ী ছালাউদ্দিন ভূঁইয়ার ঘরে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ ৫ লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় ভূক্তোভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ভূক্তোভোগী ব্যাবসায়ী জানান, গত বুধবার রাতে ব্যবসায়ী কাজ শেষ করে নগদ টাকা আলমারীতে রাখেন। পরে ফজরের নামাজ পড়তে উঠলে দেখে, চোরের দল আলমারীর তালা ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়। এ সময় আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ নিয়ে যায় চোরের দল।
শনিবার, ২৪ মে ২০২৫
চট্টগ্রামের মীরসরাইয়ে এক ব্যবসায়ীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ভোরে মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার হাজি নুর আহমদের বাড়িতে রেন্ট-এ-কার ও গরুর ব্যাবসায়ী ছালাউদ্দিন ভূঁইয়ার ঘরে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ ৫ লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় ভূক্তোভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ভূক্তোভোগী ব্যাবসায়ী জানান, গত বুধবার রাতে ব্যবসায়ী কাজ শেষ করে নগদ টাকা আলমারীতে রাখেন। পরে ফজরের নামাজ পড়তে উঠলে দেখে, চোরের দল আলমারীর তালা ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়। এ সময় আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ নিয়ে যায় চোরের দল।