শাহজাদপুর (সিরাজগঞ্জ) : হাসমত আলী মেহেদীর খামারের ৩০ মণ ওজনের ষাঁড় ‘জাম্বু’ -সংবাদ
গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ছোট বড় বিভিন্ন খামারে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য অর্ধলক্ষাধিক গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে? পশুর হাটগুলোতে কেনাবেচা শুরু হলেও তেমন জমে উঠনি। এদিকে উপজেলার পুরানটেপরি গ্রামের কৃষক হাসমত আলী মেহেদীর খামারের লালন পালন করা ৩০ মন ওজনের ষাড় গরু ‘জাম্বু’ ক্রেতাদের নজর কেড়েছে। প্রায় ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ব্রাহমা-জার্সি ক্রস জাতের ষাঁড় গরুটির দাম হাকা হয়েছে ১৫ লাখ টাকা। প্রতিনিয়ত ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকার উৎসুক মানুষ জাম্বুকে দেখতে ভীড় জমাচ্ছে।
উপজেলার গাড়াদহ ইউনিয়েনর পুরানটেপরি গ্রামের খামারি হাসমত আলি মেহেদীর বাড়ি ঘুরে জানা গেছে, দুই বছর আগে তিনি এই ষাঁড় গরুটি কিনে সন্তানের মত আদর, যত্ন ও অক্লান্ত পরিশ্রম করে বড় করে তুলেছেন। বিকেল আকৃতির কালো রঙের ষাঁড় গরুটির আদর করে নাম রাখা হয়েছে ‘জাম্বু’। ষাড়টির বর্তমান ওজন প্রায় ৩০ মণ (১১, ৫০০ কেজি)। ঈদুল আজহা উপলক্ষে লালন-পালন করা ষাঁড়টিকে বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।
তিনি জানান, প্রায় ১০ বছর ধরে ষাঁড় গরু কিনে তার খামারে লালন পালন করে ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করে আসছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি এবারেও ১৫টি ষাঁড় গরু লালন পালন করেছেন। এর মধ্যে স্থানীয় পশুর হাটে ইতোমধ্যে ৫টি গরু বিক্রি করেছেন।
খামারি হাসমত আলী জানান, সম্পূর্ণ দেশীয় খাবার, কাচা ঘাস, খৈল, ভুসি ও ভুট্টার সাইলেস খাইয়ে সন্তানের মত আদর যত্ন করে ‘জাম্বু’কে হৃষ্টপুষ্ট করা হয়েছে। হৃষ্টপুষ্ট করতে তিনি কোনো প্রকার ইনজেকশন বা ওষুধ ব্যবহার করেননি। এমনকি বাজারের গো-খাদ্য তাকে খাওয়ানো হয়নি। কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই ব্যাপারীরা এসে গরুটিকে দেখছেন।
কোরবানির বাজারে ‘জাম্বু’ শুধু সিরাজগঞ্জ জেলাব্যাপী আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এক প্রশ্নের জবাবের কৃষক হাসমত আলী মেহেদী জানান, স্থানীয় পশুর হাটে চাহিদা মোতাবেক দাম না পেলে তিনি ঈদের এক সপ্তাহ আগে গরুটিকে বিক্রি করতে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, প্রাণিসম্পদ বিভাগ হাসমত আলী মেহেদির খামারের ব্রাহমা-জার্সি ক্রস জাতের ‘জাম্বু’ নামের ষাঁড় গরুটির প্রতি সব সময় সজাগ দৃষ্টি রেখেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ভ্যাকসিন ও নানা পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : হাসমত আলী মেহেদীর খামারের ৩০ মণ ওজনের ষাঁড় ‘জাম্বু’ -সংবাদ
রোববার, ২৫ মে ২০২৫
গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ছোট বড় বিভিন্ন খামারে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য অর্ধলক্ষাধিক গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে? পশুর হাটগুলোতে কেনাবেচা শুরু হলেও তেমন জমে উঠনি। এদিকে উপজেলার পুরানটেপরি গ্রামের কৃষক হাসমত আলী মেহেদীর খামারের লালন পালন করা ৩০ মন ওজনের ষাড় গরু ‘জাম্বু’ ক্রেতাদের নজর কেড়েছে। প্রায় ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ব্রাহমা-জার্সি ক্রস জাতের ষাঁড় গরুটির দাম হাকা হয়েছে ১৫ লাখ টাকা। প্রতিনিয়ত ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকার উৎসুক মানুষ জাম্বুকে দেখতে ভীড় জমাচ্ছে।
উপজেলার গাড়াদহ ইউনিয়েনর পুরানটেপরি গ্রামের খামারি হাসমত আলি মেহেদীর বাড়ি ঘুরে জানা গেছে, দুই বছর আগে তিনি এই ষাঁড় গরুটি কিনে সন্তানের মত আদর, যত্ন ও অক্লান্ত পরিশ্রম করে বড় করে তুলেছেন। বিকেল আকৃতির কালো রঙের ষাঁড় গরুটির আদর করে নাম রাখা হয়েছে ‘জাম্বু’। ষাড়টির বর্তমান ওজন প্রায় ৩০ মণ (১১, ৫০০ কেজি)। ঈদুল আজহা উপলক্ষে লালন-পালন করা ষাঁড়টিকে বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।
তিনি জানান, প্রায় ১০ বছর ধরে ষাঁড় গরু কিনে তার খামারে লালন পালন করে ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করে আসছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি এবারেও ১৫টি ষাঁড় গরু লালন পালন করেছেন। এর মধ্যে স্থানীয় পশুর হাটে ইতোমধ্যে ৫টি গরু বিক্রি করেছেন।
খামারি হাসমত আলী জানান, সম্পূর্ণ দেশীয় খাবার, কাচা ঘাস, খৈল, ভুসি ও ভুট্টার সাইলেস খাইয়ে সন্তানের মত আদর যত্ন করে ‘জাম্বু’কে হৃষ্টপুষ্ট করা হয়েছে। হৃষ্টপুষ্ট করতে তিনি কোনো প্রকার ইনজেকশন বা ওষুধ ব্যবহার করেননি। এমনকি বাজারের গো-খাদ্য তাকে খাওয়ানো হয়নি। কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই ব্যাপারীরা এসে গরুটিকে দেখছেন।
কোরবানির বাজারে ‘জাম্বু’ শুধু সিরাজগঞ্জ জেলাব্যাপী আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এক প্রশ্নের জবাবের কৃষক হাসমত আলী মেহেদী জানান, স্থানীয় পশুর হাটে চাহিদা মোতাবেক দাম না পেলে তিনি ঈদের এক সপ্তাহ আগে গরুটিকে বিক্রি করতে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, প্রাণিসম্পদ বিভাগ হাসমত আলী মেহেদির খামারের ব্রাহমা-জার্সি ক্রস জাতের ‘জাম্বু’ নামের ষাঁড় গরুটির প্রতি সব সময় সজাগ দৃষ্টি রেখেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ভ্যাকসিন ও নানা পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে।