কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আবির নামের ১৮ মাসে বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার,(২৫ মে ২০২৫) সকাল ৬টার দিকে উপজেলা বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির দক্ষিণ বারঘড়িয়া এলাকার এবং বারঘড়িয়া ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে। জানা গেছে, রবিবার সকালে শিশু আবির খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
রোববার, ২৫ মে ২০২৫
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আবির নামের ১৮ মাসে বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার,(২৫ মে ২০২৫) সকাল ৬টার দিকে উপজেলা বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির দক্ষিণ বারঘড়িয়া এলাকার এবং বারঘড়িয়া ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে। জানা গেছে, রবিবার সকালে শিশু আবির খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।