টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বল্লা বাজারে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত হলেন বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বল্লা বাজার বণিক সমিতির সভাপতি আবু তালহাদ।
সরেজমিনে দেখা যায়, বল্লা বাজার পুকুর পাড় এলাকায় কয়েকবছর আগে সরকারি কিছু জায়গা দখল করে মেঝে পাকা করে রেখে কিছু দিন পরে টিনের ঘর নির্মাণ করেন। এখন আবার নতুন করে ঘরে সামনে প্রায় এক শতাংশ জায়গায় দখল করে মেঝে পাকা করার পর ঘর নির্মাণ করা অবস্থান তৈরি করেছেন। এটার পাশে রয়েছে বল্লা তাঁতি সমিতি। সমিতির পেছনে উত্তর পাশে প্রায় ৪-৫ শতাংশ জায়গা দখল করে ঘর নির্মাণ করে করার অভিযোগ উঠেছে। কাঁচা বাজারেও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ বলেন, আমি সরকারি জায়গায় দখল করিনি, শুধু জায়গা পরিষ্কার রাখা জন্য পুরো জায়গা পাকা করেছি। তিনি এ সময় জানান, পুরো বাজারে যে যার মতো করে জায়গা ব্যবহার করছে এটা তো কেউ অভিযোগ করে না।
এ বিষয়ে বল্লা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার বলেন, পুকুর পাড়ে অনেক আগে থেকে কিছু জায়গা দখল করে রেখেছে। বর্তমানে কোনো জায়গা কেউ দখল করেছে কি না আমার ব্যস্ততার কারণে জানা নেই। তবে কাঁচা বাজারের ভেতরে বল্লা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আলমগীর হোসেনের সঙ্গে ‘যোগসাজশ’ করে সরকারি জায়গায় ঘর নির্মাণ করছে কিছু দোকান মালিকরা। এখানে নিয়ম হলো তারা মালামাল নিয়ে এসে বিক্রি করে আবার চলে যাবে। কিন্তু সেটা না করে স্থায়ীভাবে ঘর নির্মাণ করছেন।
বল্লা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আলমগীর হোসেন এবিষয়ে বলেন, কাঁচা বাজারে ঘর নির্মাণ করার বিষয়টি তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী অফিসারকে ছবি তুলে উচ্ছেদ করার জন্য চিঠি পাঠিয়েছি। তবে পুকুর পাড়ে বিএনপির সভাপতির জায়গা দখলের বিষয়ে অবগত নয় আমি সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।
রোববার, ২৫ মে ২০২৫
টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বল্লা বাজারে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত হলেন বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বল্লা বাজার বণিক সমিতির সভাপতি আবু তালহাদ।
সরেজমিনে দেখা যায়, বল্লা বাজার পুকুর পাড় এলাকায় কয়েকবছর আগে সরকারি কিছু জায়গা দখল করে মেঝে পাকা করে রেখে কিছু দিন পরে টিনের ঘর নির্মাণ করেন। এখন আবার নতুন করে ঘরে সামনে প্রায় এক শতাংশ জায়গায় দখল করে মেঝে পাকা করার পর ঘর নির্মাণ করা অবস্থান তৈরি করেছেন। এটার পাশে রয়েছে বল্লা তাঁতি সমিতি। সমিতির পেছনে উত্তর পাশে প্রায় ৪-৫ শতাংশ জায়গা দখল করে ঘর নির্মাণ করে করার অভিযোগ উঠেছে। কাঁচা বাজারেও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ বলেন, আমি সরকারি জায়গায় দখল করিনি, শুধু জায়গা পরিষ্কার রাখা জন্য পুরো জায়গা পাকা করেছি। তিনি এ সময় জানান, পুরো বাজারে যে যার মতো করে জায়গা ব্যবহার করছে এটা তো কেউ অভিযোগ করে না।
এ বিষয়ে বল্লা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার বলেন, পুকুর পাড়ে অনেক আগে থেকে কিছু জায়গা দখল করে রেখেছে। বর্তমানে কোনো জায়গা কেউ দখল করেছে কি না আমার ব্যস্ততার কারণে জানা নেই। তবে কাঁচা বাজারের ভেতরে বল্লা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আলমগীর হোসেনের সঙ্গে ‘যোগসাজশ’ করে সরকারি জায়গায় ঘর নির্মাণ করছে কিছু দোকান মালিকরা। এখানে নিয়ম হলো তারা মালামাল নিয়ে এসে বিক্রি করে আবার চলে যাবে। কিন্তু সেটা না করে স্থায়ীভাবে ঘর নির্মাণ করছেন।
বল্লা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আলমগীর হোসেন এবিষয়ে বলেন, কাঁচা বাজারে ঘর নির্মাণ করার বিষয়টি তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী অফিসারকে ছবি তুলে উচ্ছেদ করার জন্য চিঠি পাঠিয়েছি। তবে পুকুর পাড়ে বিএনপির সভাপতির জায়গা দখলের বিষয়ে অবগত নয় আমি সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।