নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)। জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশে আসছিলেন। পাবই শেখপাড়া পৌঁছলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশা চালকসহ ২ জন মারা যান। আহত হন আরও দুজন। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
রোববার, ২৫ মে ২০২৫
নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)। জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশে আসছিলেন। পাবই শেখপাড়া পৌঁছলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশা চালকসহ ২ জন মারা যান। আহত হন আরও দুজন। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।