ভূমি অফিস মানেই যে শুধু জটিলতা, ধুলোমাখা ফাইল আর দিনের পরদিন অপেক্ষা- এই ধ্যানধারণা ভাঙতে শুরু করেছে কুমিল্লার ‘ভূমি মেলা’। ভূমি সেবা এখন চলে এসেছে হাতের মুঠোয়। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজন ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলেছে, বিশেষত শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা। এ মেলায় আসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। আর ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি ব্যবস্থাপনার সহজতা দেখে মুগ্ধ নতুন প্রজন্ম।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা হাই স্কুল ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা। ভূমি মেলার স্টলগুলোতে গিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখছেন ভূমি উন্নয়ন কর, নামজারি, জমাখারিজ ও আধুনিক ভূমি সেবার প্রক্রিয়া।
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আগে কিছুই জানতাম না। এখানে এসে অনেক কিছু শিখলাম, যা ভবিষ্যতে কাজে লাগবে।’
ভূমি মেলা সম্পর্কে কুমিল্লার আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, ‘ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি, তার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ভূমি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা। আগে যেখানে সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান কিংবা ভূমি উন্নয়ন করের জন্য দিনের পরদিন অফিসে যেতে হতো, এখন তা ঘরে বসেই অনলাইনে করা সম্ভব। আমরা চাই, আগামী প্রজন্ম ভূমি সংক্রান্ত জ্ঞান ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠুক। সেই ভাবনা থেকেই ভূমি সেবা সপ্তাহে শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছি।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ভূমি অফিস মানেই যে শুধু জটিলতা, ধুলোমাখা ফাইল আর দিনের পরদিন অপেক্ষা- এই ধ্যানধারণা ভাঙতে শুরু করেছে কুমিল্লার ‘ভূমি মেলা’। ভূমি সেবা এখন চলে এসেছে হাতের মুঠোয়। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজন ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলেছে, বিশেষত শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা। এ মেলায় আসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। আর ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি ব্যবস্থাপনার সহজতা দেখে মুগ্ধ নতুন প্রজন্ম।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা হাই স্কুল ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা। ভূমি মেলার স্টলগুলোতে গিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখছেন ভূমি উন্নয়ন কর, নামজারি, জমাখারিজ ও আধুনিক ভূমি সেবার প্রক্রিয়া।
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আগে কিছুই জানতাম না। এখানে এসে অনেক কিছু শিখলাম, যা ভবিষ্যতে কাজে লাগবে।’
ভূমি মেলা সম্পর্কে কুমিল্লার আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, ‘ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি, তার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ভূমি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা। আগে যেখানে সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান কিংবা ভূমি উন্নয়ন করের জন্য দিনের পরদিন অফিসে যেতে হতো, এখন তা ঘরে বসেই অনলাইনে করা সম্ভব। আমরা চাই, আগামী প্রজন্ম ভূমি সংক্রান্ত জ্ঞান ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠুক। সেই ভাবনা থেকেই ভূমি সেবা সপ্তাহে শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছি।