জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইসলামনগর মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের নাম বিপ্লব আহমেদ (৩০)। তিনি ইসলামনগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিপ্লব নিজ বাড়িতে ছিলেন। সাড়ে ১২টার দিকে কয়েকজন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বিপ্লবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্বশত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার, ২৮ মে ২০২৫
জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইসলামনগর মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের নাম বিপ্লব আহমেদ (৩০)। তিনি ইসলামনগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিপ্লব নিজ বাড়িতে ছিলেন। সাড়ে ১২টার দিকে কয়েকজন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বিপ্লবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্বশত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।