বীরগঞ্জ (দিনাজপুর) : বর্ণাঢ্য আয়োজনে সেতুর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ -সংবাদ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে অবশেষে বহুল প্রতীক্ষিত কাঠের সেতুর উদ্বোধন হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা ও যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে গিয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন নিজ উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেন। এই সেতু বর্তমানে পাথরঘাটা নদীর উপর বয়ে যাওয়া বড়হাট শর্মাপাড়া ঘাটে অবস্থিত।
বুধবার,(২৮ মে ২০২৫) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে সেতুর উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসিনুর রশীদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেতু উদ্বোধন উপলক্ষে দুই পাড়ের শত শত মানুষ ভিড় জমায়। দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহানো এলাকার বাসিন্দারা কাঠের সেতু নির্মাণে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বড়হাট শর্মাপাড়া গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র শর্মা বলেন, আগে নদী পার হয়ে বাজারে যেতে অনেক কষ্ট হতো। বর্ষায় তো প্রায় অসম্ভব হয়ে যেত। এই সেতু আমাদের জন্য আশীর্বাদ।
মাসুদুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই কাঠের সেতু আমাদের অস্থায়ী স্বস্তি দিলেও আমরা একটি স্থায়ী আরসিসি সেতুর দাবি জানাচ্ছি। কারণ কাঠের সেতু বর্ষা বা দুর্যোগেটিকবে না।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, বর্তমানে সীমিত অর্থায়নের মধ্যেই সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে অগ্রাধিকার ভিত্তিতে এখানে একটি পূর্ণাঙ্গ আরসিসি সেতু নির্মাণ করা হবে।
সেতু উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিজস্ব উদ্যোগে একজন চেয়ারম্যান এই সেতু নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগকে উৎসাহিত করি। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, সরকারি সহায়তায় এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
বীরগঞ্জ (দিনাজপুর) : বর্ণাঢ্য আয়োজনে সেতুর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ -সংবাদ
বুধবার, ২৮ মে ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে অবশেষে বহুল প্রতীক্ষিত কাঠের সেতুর উদ্বোধন হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা ও যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে গিয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন নিজ উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেন। এই সেতু বর্তমানে পাথরঘাটা নদীর উপর বয়ে যাওয়া বড়হাট শর্মাপাড়া ঘাটে অবস্থিত।
বুধবার,(২৮ মে ২০২৫) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে সেতুর উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসিনুর রশীদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেতু উদ্বোধন উপলক্ষে দুই পাড়ের শত শত মানুষ ভিড় জমায়। দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহানো এলাকার বাসিন্দারা কাঠের সেতু নির্মাণে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বড়হাট শর্মাপাড়া গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র শর্মা বলেন, আগে নদী পার হয়ে বাজারে যেতে অনেক কষ্ট হতো। বর্ষায় তো প্রায় অসম্ভব হয়ে যেত। এই সেতু আমাদের জন্য আশীর্বাদ।
মাসুদুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই কাঠের সেতু আমাদের অস্থায়ী স্বস্তি দিলেও আমরা একটি স্থায়ী আরসিসি সেতুর দাবি জানাচ্ছি। কারণ কাঠের সেতু বর্ষা বা দুর্যোগেটিকবে না।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, বর্তমানে সীমিত অর্থায়নের মধ্যেই সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে অগ্রাধিকার ভিত্তিতে এখানে একটি পূর্ণাঙ্গ আরসিসি সেতু নির্মাণ করা হবে।
সেতু উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিজস্ব উদ্যোগে একজন চেয়ারম্যান এই সেতু নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগকে উৎসাহিত করি। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, সরকারি সহায়তায় এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।