ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার,(২৮ মে ২০২৫) সকাল ৯টার দিকে রেজাউল মেম্বারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল- আফিয়া খাতুন আনম (১১) ও ছাফিয়া খাতুন (৭)। তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে চাচাতো বোন। আফিয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী, তার বাবার নাম সবিদুল ইসলাম। ছাফিয়া তৃতীয় শ্রেণীতে পড়ত, তার বাবার নাম খাইরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে ছাফিয়া পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আফিয়াও পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনই ডুবে যায়। পরে আনিসা নামের এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। এলাকাবাসী এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে জাল দিয়ে খোঁজ করে দুই শিশুকে উদ্ধার করে। উদ্ধার করার সময় তারা দুজনই নিথর ছিল। খোশালপুর ইউপি সদস্য ইনামূল ইসলাম বলেন, ‘একটি নির্মম ঘটনা ঘটেছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বুধবার, ২৮ মে ২০২৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার,(২৮ মে ২০২৫) সকাল ৯টার দিকে রেজাউল মেম্বারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল- আফিয়া খাতুন আনম (১১) ও ছাফিয়া খাতুন (৭)। তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে চাচাতো বোন। আফিয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী, তার বাবার নাম সবিদুল ইসলাম। ছাফিয়া তৃতীয় শ্রেণীতে পড়ত, তার বাবার নাম খাইরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে ছাফিয়া পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আফিয়াও পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনই ডুবে যায়। পরে আনিসা নামের এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। এলাকাবাসী এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে জাল দিয়ে খোঁজ করে দুই শিশুকে উদ্ধার করে। উদ্ধার করার সময় তারা দুজনই নিথর ছিল। খোশালপুর ইউপি সদস্য ইনামূল ইসলাম বলেন, ‘একটি নির্মম ঘটনা ঘটেছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’