কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবাসহ যুবদল নেতা মো. ইকরাম (২৯) কে আটক করেছে বিজিবি। আটক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক।
বুধবার,(২৮ মে ২০২৫) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে আসলে বিজিবি সদস্যরা মেইন রোডে ব্লক করে থামানোর চেষ্টা করে।
মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল চালক পড়ে যায়। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার, ২৮ মে ২০২৫
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবাসহ যুবদল নেতা মো. ইকরাম (২৯) কে আটক করেছে বিজিবি। আটক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক।
বুধবার,(২৮ মে ২০২৫) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে আসলে বিজিবি সদস্যরা মেইন রোডে ব্লক করে থামানোর চেষ্টা করে।
মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল চালক পড়ে যায়। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।