চট্টগ্রামের রাউজানে অভ্যন্তরীণ বোরো চাল-ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিত কুমার সুশীল, কৃষক বিশু চৌধুরী প্রমুখ। রাউজান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, এ বছর ২৬৬ মেট্রিক টন চাল ও ৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষক ও রেজিস্ট্রেশনভুক্ত রাইস মিল থেকে এই চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির জানান, প্রতি কেজি ৪৮ টাকা দরে চাল ও ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে।
বুধবার, ২৮ মে ২০২৫
চট্টগ্রামের রাউজানে অভ্যন্তরীণ বোরো চাল-ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিত কুমার সুশীল, কৃষক বিশু চৌধুরী প্রমুখ। রাউজান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, এ বছর ২৬৬ মেট্রিক টন চাল ও ৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষক ও রেজিস্ট্রেশনভুক্ত রাইস মিল থেকে এই চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির জানান, প্রতি কেজি ৪৮ টাকা দরে চাল ও ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে।