ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী জাত) প্রণোদনা সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার ৪টি উপজেলায় প্রণোদনা সহায়তা খাতে কৃষি বিভাগ ১৬ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের আওতায় জেলায় ২১০০ বিঘা জমিতে আমন আবাদের জন্য ২১০০ জন কৃষককে এই প্রনোদনা সহায়তা প্রদান পাবে। প্রণোদনা সহায়তার আওতায় কৃষকরা বিঘাপ্রতি চাষের জন্য ৫ কেজি করে সার, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০ জন কৃষক, অনুরূপ নলছিটি উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০ কৃষক, রাজাপুর উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০ কৃষক ও অনরূপ কাঁঠালিয়া উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০ কৃষক প্রণোদনা সহায়তা পাবেন।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী জাত) প্রণোদনা সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার ৪টি উপজেলায় প্রণোদনা সহায়তা খাতে কৃষি বিভাগ ১৬ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের আওতায় জেলায় ২১০০ বিঘা জমিতে আমন আবাদের জন্য ২১০০ জন কৃষককে এই প্রনোদনা সহায়তা প্রদান পাবে। প্রণোদনা সহায়তার আওতায় কৃষকরা বিঘাপ্রতি চাষের জন্য ৫ কেজি করে সার, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০ জন কৃষক, অনুরূপ নলছিটি উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০ কৃষক, রাজাপুর উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০ কৃষক ও অনরূপ কাঁঠালিয়া উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০ কৃষক প্রণোদনা সহায়তা পাবেন।