গাইবান্ধা জেলায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে চুরি, ছিনতাই এবং হত্যার মতো গুরুতর অপরাধ। শুধু রাতের আঁধারেই নয়, দিনের আলোতেও ঘটছে এসব ঘটনা। নিয়মিত অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের গ্রেপ্তার করতে প্রশাসনের ব্যর্থতায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত তদারকির অভাব এবং মাদকের সহজলভ্যতাই এসব অপরাধ বৃদ্ধির মূল কারণ। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় ২টি ছিনতাইজনিত হত্যাসহ মোট ২৭টি হত্যাকা- রেকর্ড করা হয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ৮টি ছিনতাই, ২টি ডাকাতি, ৩৮টি চুরি এবং ৪১টি ধর্ষণসহ মোট ৯৫টি নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল আলম বলেন, কয়েকটি ঘটনার পর পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি জানান, সচেতনতা বাড়াতে ও অপরাধ কর্মকা- বন্ধে সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে নতুন করে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
গাইবান্ধা জেলায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে চুরি, ছিনতাই এবং হত্যার মতো গুরুতর অপরাধ। শুধু রাতের আঁধারেই নয়, দিনের আলোতেও ঘটছে এসব ঘটনা। নিয়মিত অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের গ্রেপ্তার করতে প্রশাসনের ব্যর্থতায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত তদারকির অভাব এবং মাদকের সহজলভ্যতাই এসব অপরাধ বৃদ্ধির মূল কারণ। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় ২টি ছিনতাইজনিত হত্যাসহ মোট ২৭টি হত্যাকা- রেকর্ড করা হয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ৮টি ছিনতাই, ২টি ডাকাতি, ৩৮টি চুরি এবং ৪১টি ধর্ষণসহ মোট ৯৫টি নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল আলম বলেন, কয়েকটি ঘটনার পর পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি জানান, সচেতনতা বাড়াতে ও অপরাধ কর্মকা- বন্ধে সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে নতুন করে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।