বরগুনার বেতাগী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. নেছার উদ্দিন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেতাগী উপজেলার বদনিখালী এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোন গাফিলতি আছে কিনা, বিষয়টি জেনে নেই। যদি স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির প্রমানের সত্যতার প্রমাণ পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
বরগুনার বেতাগী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. নেছার উদ্দিন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেতাগী উপজেলার বদনিখালী এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোন গাফিলতি আছে কিনা, বিষয়টি জেনে নেই। যদি স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির প্রমানের সত্যতার প্রমাণ পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।