ভোলার তজুমদ্দিন উপজেলায় গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’ এবং তাঁর স্বামীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় স্থানীয় শ্রমিক দলের এক নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি তিনি।
ঘটনার বর্ণনায় নির্যাতিত দম্পতি জানান, শনিবার রাতে স্বামী দ্বিতীয় স্ত্রীর বাসায় গেলে সেখানেই তাঁকে আটকে রাখা হয়। রাতভর মারধর ও নির্যাতন চালানো হয় তাঁর ওপর। রোববার সকালে প্রথম স্ত্রী সেখানে পৌঁছালে তাঁকে চার লাখ টাকা এনে দিতে বলা হয় স্বামীকে ছাড়িয়ে আনতে। টাকা না দিতে চাওয়ায় দুপুরে গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামে আরও একজনকে ধর্ষণে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগে মামলা
বুধবার, ০২ জুলাই ২০২৫
ভোলার তজুমদ্দিন উপজেলায় গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’ এবং তাঁর স্বামীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় স্থানীয় শ্রমিক দলের এক নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি তিনি।
ঘটনার বর্ণনায় নির্যাতিত দম্পতি জানান, শনিবার রাতে স্বামী দ্বিতীয় স্ত্রীর বাসায় গেলে সেখানেই তাঁকে আটকে রাখা হয়। রাতভর মারধর ও নির্যাতন চালানো হয় তাঁর ওপর। রোববার সকালে প্রথম স্ত্রী সেখানে পৌঁছালে তাঁকে চার লাখ টাকা এনে দিতে বলা হয় স্বামীকে ছাড়িয়ে আনতে। টাকা না দিতে চাওয়ায় দুপুরে গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামে আরও একজনকে ধর্ষণে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগে মামলা