বিষপানে ভাতিজির আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপন চাচীর মৃত্যু হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই পরিবারে দুই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের যুবতী মেয়ে শিপা বেগম। এ ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল চাচী ফুলেছা বেগমের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম ছমির উদ্দিন। কি কারণে শিপা বেগম বিষপান করেছে তা নিয়ে মুখ খুলছেননা এলাকার কেউ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: দেবদুলাল ধর বলেন, বিষপানে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান, ময়না তদন্তের জন্য শিপার লাশ থানায় রাখা হয়েছে। গত বুধবার তার লাশ মর্গে প্রেরণ করা হবে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
বুধবার, ০২ জুলাই ২০২৫
বিষপানে ভাতিজির আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপন চাচীর মৃত্যু হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই পরিবারে দুই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের যুবতী মেয়ে শিপা বেগম। এ ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল চাচী ফুলেছা বেগমের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম ছমির উদ্দিন। কি কারণে শিপা বেগম বিষপান করেছে তা নিয়ে মুখ খুলছেননা এলাকার কেউ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: দেবদুলাল ধর বলেন, বিষপানে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান, ময়না তদন্তের জন্য শিপার লাশ থানায় রাখা হয়েছে। গত বুধবার তার লাশ মর্গে প্রেরণ করা হবে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।