মেরামতের ৩ মাস পর
গৌরীপুর (ময়মনসিংহ) : তাঁতকুড়া বাজারের ওপরে বড় বড় গর্তের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে -সংবাদ
৩ মাস আগে মেরামত! এখন খানা-খন্দকের জন্য অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেই সড়কটিতে। এটি হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সঙ্গে জেলা শহরে যোগাযোগের গৌরীপুর-কলতাপাড়া সড়ক। দফায় দফায় মেরামত করা হলেও দুর্নীতি-অনিয়ম আর নিম্নমানের কাজের জন্যটিকসই হচ্ছে না সড়কটি। সড়কটি বেহালদশার কারণে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলা ও নেত্রকোণা উপজেলার একাংশের জনগণও দুর্ভোগের শিকার হচ্ছে।
সড়কটি তাঁতকুড়া বাজারের পরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একগজ গর্তের মধ্যে ৩৪টি ছোট-বড় গর্ত। এ গর্তে পড়ে মোটর সাইকেল আরোগী গৌরীপুর সরকারি কলেজের ছাত্র রাশিদুল করিম আহত হন। একই স্থানে ব্যাটারি চালিত অটো উল্টে গতকাল মঙ্গলবার আহত হন নন্দীগ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী তৌহিদা খাতুন।
এ প্রসঙ্গে গৌরীপুরের ডা. আসাদুজ্জামান চৌধুরী বলেন, তিনি এ সড়কে সপ্তাহে ৫ দিন যাতায়ত করেন। এ সড়কের নিয়মিত যাত্রীর সিংহভাগ কোমরের সমস্যাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার -এর ফেসবুক আইডি সূত্রে জানা যায়, এ বছরের ১৯ মার্চ এ সড়কটির খানা-খন্দক ভরাট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান কাজ তদারকি করছেন এমনটি ৩টি ছবি দিয়ে উপজেলাবাসীকে মেরামতের সুবার্তা দেন। তবে সরজমিনে গিয়ে জানা যায়, সেই উন্নয়নের বার্তা ফটোসেশনেই সীমাবদ্ধ ছিল। তাঁতকুড়া গ্রামের আব্দুস সামাদ জানান, এখানে কিছু পিছ (বিটুমিন) জাল (আগুন দিয়ে গলাতে) দিতে দেখছি। তবে কোনো খানা-খন্দক ভরাট করা হয়নি। মাঝেমধ্যে কয়েকটি গর্তে একটু সুরকি দিয়ে ছিল। একদিনেই দেখলাম। আর কাউকে দেখা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মোবাইল মেইন্ট্যান্সের মাধ্যমে খানাখন্দক ভরাটের ব্যবস্থা করা হয়। তবে তিনি সড়কটি বর্তমান বেহালদশার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছেন। তিনি আরও জানান, প্রকৌশল দপ্তরের রাস্তা মেরামতের কোন ফাইল বা বরাদ্দ ইউএনও’র দপ্তরে আসে না। উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, রাস্তাটি মোবাইল মেইন্ট্যান্সের মাধ্যমে করা হলেওটিকসই হয়নি। এ মেরামত কতো টাকা বরাদ্দ বা খরচ হয়েছে তা আমার জানা নেই নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জরুরি প্রয়োজনে এ মেরামত কাজ করা হয়। তিনি আরও বলেন, এ অর্থবছর শেষ। আগামী অর্থবৎসরে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়ার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, সড়কটি মেরামতের পর যেনো দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিবো। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির বলেন, সরকারি কোষাগারের অর্থের অপচয় হচ্ছে। সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন না হওয়ায় জনগণ বারবার দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি আরও জানান, একই সড়ক কেন বারবার ভাঙছে; তা নিরুপণ করে প্রতিরোধ ব্যবস্থাসহ সড়ক সংস্কার ও উন্নয়র করা প্রয়োজন। এতে অর্থ সাশ্রয় ও জনগণের সেবা বেশি পাবে।
মেরামতের ৩ মাস পর
গৌরীপুর (ময়মনসিংহ) : তাঁতকুড়া বাজারের ওপরে বড় বড় গর্তের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে -সংবাদ
বুধবার, ০২ জুলাই ২০২৫
৩ মাস আগে মেরামত! এখন খানা-খন্দকের জন্য অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেই সড়কটিতে। এটি হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সঙ্গে জেলা শহরে যোগাযোগের গৌরীপুর-কলতাপাড়া সড়ক। দফায় দফায় মেরামত করা হলেও দুর্নীতি-অনিয়ম আর নিম্নমানের কাজের জন্যটিকসই হচ্ছে না সড়কটি। সড়কটি বেহালদশার কারণে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলা ও নেত্রকোণা উপজেলার একাংশের জনগণও দুর্ভোগের শিকার হচ্ছে।
সড়কটি তাঁতকুড়া বাজারের পরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একগজ গর্তের মধ্যে ৩৪টি ছোট-বড় গর্ত। এ গর্তে পড়ে মোটর সাইকেল আরোগী গৌরীপুর সরকারি কলেজের ছাত্র রাশিদুল করিম আহত হন। একই স্থানে ব্যাটারি চালিত অটো উল্টে গতকাল মঙ্গলবার আহত হন নন্দীগ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী তৌহিদা খাতুন।
এ প্রসঙ্গে গৌরীপুরের ডা. আসাদুজ্জামান চৌধুরী বলেন, তিনি এ সড়কে সপ্তাহে ৫ দিন যাতায়ত করেন। এ সড়কের নিয়মিত যাত্রীর সিংহভাগ কোমরের সমস্যাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার -এর ফেসবুক আইডি সূত্রে জানা যায়, এ বছরের ১৯ মার্চ এ সড়কটির খানা-খন্দক ভরাট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান কাজ তদারকি করছেন এমনটি ৩টি ছবি দিয়ে উপজেলাবাসীকে মেরামতের সুবার্তা দেন। তবে সরজমিনে গিয়ে জানা যায়, সেই উন্নয়নের বার্তা ফটোসেশনেই সীমাবদ্ধ ছিল। তাঁতকুড়া গ্রামের আব্দুস সামাদ জানান, এখানে কিছু পিছ (বিটুমিন) জাল (আগুন দিয়ে গলাতে) দিতে দেখছি। তবে কোনো খানা-খন্দক ভরাট করা হয়নি। মাঝেমধ্যে কয়েকটি গর্তে একটু সুরকি দিয়ে ছিল। একদিনেই দেখলাম। আর কাউকে দেখা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মোবাইল মেইন্ট্যান্সের মাধ্যমে খানাখন্দক ভরাটের ব্যবস্থা করা হয়। তবে তিনি সড়কটি বর্তমান বেহালদশার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছেন। তিনি আরও জানান, প্রকৌশল দপ্তরের রাস্তা মেরামতের কোন ফাইল বা বরাদ্দ ইউএনও’র দপ্তরে আসে না। উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, রাস্তাটি মোবাইল মেইন্ট্যান্সের মাধ্যমে করা হলেওটিকসই হয়নি। এ মেরামত কতো টাকা বরাদ্দ বা খরচ হয়েছে তা আমার জানা নেই নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জরুরি প্রয়োজনে এ মেরামত কাজ করা হয়। তিনি আরও বলেন, এ অর্থবছর শেষ। আগামী অর্থবৎসরে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়ার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, সড়কটি মেরামতের পর যেনো দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিবো। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির বলেন, সরকারি কোষাগারের অর্থের অপচয় হচ্ছে। সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন না হওয়ায় জনগণ বারবার দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি আরও জানান, একই সড়ক কেন বারবার ভাঙছে; তা নিরুপণ করে প্রতিরোধ ব্যবস্থাসহ সড়ক সংস্কার ও উন্নয়র করা প্রয়োজন। এতে অর্থ সাশ্রয় ও জনগণের সেবা বেশি পাবে।