রাজধানীর গুলশানের বেকারীতে জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম নিজ এলাকায় নিহত রবিউল করিমের প্রতিষ্ঠিত স্কুলের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ কর্মকর্তা রবিউল করিমের কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। তার সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, ছোট ভাই শামসুজ্জমান শামস, বিদ্যালয়ের সভাপতি শওকত আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের পহেলা জুলাই রাজধানীর গুলশানের হোটি আর্টিজন বেকারীতে জঙ্গিদের ছোঁড়া গুলিতে তৎকালীন গোয়েন্দা পুলিশের জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) রবিউল করিম নিহত হন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম এলাকায়।
বুধবার, ০২ জুলাই ২০২৫
রাজধানীর গুলশানের বেকারীতে জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম নিজ এলাকায় নিহত রবিউল করিমের প্রতিষ্ঠিত স্কুলের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ কর্মকর্তা রবিউল করিমের কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। তার সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, ছোট ভাই শামসুজ্জমান শামস, বিদ্যালয়ের সভাপতি শওকত আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের পহেলা জুলাই রাজধানীর গুলশানের হোটি আর্টিজন বেকারীতে জঙ্গিদের ছোঁড়া গুলিতে তৎকালীন গোয়েন্দা পুলিশের জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) রবিউল করিম নিহত হন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম এলাকায়।