বই মানুষের প্রকৃত বন্ধু। বই মানুষের জীবনের বন্ধ কপাট খুলে দেয়। আলোকিত জীবন গড়নে বইয়ের বিকল্প নেই। বইয়ের সঙ্গে মানুষের সখ্যতা বহু পুরোনো। জীবনের সন্ধানে বইয়ের দ্বারস্থ হতেই হবে। কিন্তু বর্তমানে বই থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। কেও বই পড়তে চায় না। বর্তমান প্রজন্ম ক্রমেই বই বিমুখ হয়ে যাচ্ছে। বর্তমানে হাতে হাতে স্মার্টফোনের জয়জয়কার। বই পড়তে নিরুৎসাহিত করছে প্রযুক্তির ব্যবহার। ঘণ্টার পর ঘণ্টা স্মার্ট ফোনে চোখ রাখলেও বইয়ের পাতায় চোখ ফেলার এত সময় নেই। পাঠাগারগুলোতে চলছে পাঠক খরা। পাঠকের হাত পড়ছে না বুক সেলফে। এমন বিরুদ্ধ সময়ে মানুষ তথা বর্তমান প্রজন্মকে বইমুখী ও পাঠাভ্যাস করাতে মোহনগঞ্জের চলন্ত পাঠাগার ব্যতিক্রমধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বই নিয়ে বেড়াচ্ছে পথেঘাটে। বইপড়ার অভ্যাস করাতে পাঠকের কাছে যাচ্ছে পাঠাগার। বিভিন্ন জমায়েতে ছেড়ে দিচ্ছে বই। সম্প্রতি মোহনগঞ্জ পৌরশহরের বুক চিরে প্রবাহিত শিয়ালজানি খাল পাড়ে ওয়াকওয়েতে নির্মিত ছত্রছায়ায় জমিয়ে তোলেন বই আড্ডা। কিছুক্ষণের জন্য শিশু কিশোররা মেতে উঠে বই আড্ডায়। চলন্ত পাঠাগারের এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকই সাধুবাদ জানান।
বুধবার, ০২ জুলাই ২০২৫
বই মানুষের প্রকৃত বন্ধু। বই মানুষের জীবনের বন্ধ কপাট খুলে দেয়। আলোকিত জীবন গড়নে বইয়ের বিকল্প নেই। বইয়ের সঙ্গে মানুষের সখ্যতা বহু পুরোনো। জীবনের সন্ধানে বইয়ের দ্বারস্থ হতেই হবে। কিন্তু বর্তমানে বই থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। কেও বই পড়তে চায় না। বর্তমান প্রজন্ম ক্রমেই বই বিমুখ হয়ে যাচ্ছে। বর্তমানে হাতে হাতে স্মার্টফোনের জয়জয়কার। বই পড়তে নিরুৎসাহিত করছে প্রযুক্তির ব্যবহার। ঘণ্টার পর ঘণ্টা স্মার্ট ফোনে চোখ রাখলেও বইয়ের পাতায় চোখ ফেলার এত সময় নেই। পাঠাগারগুলোতে চলছে পাঠক খরা। পাঠকের হাত পড়ছে না বুক সেলফে। এমন বিরুদ্ধ সময়ে মানুষ তথা বর্তমান প্রজন্মকে বইমুখী ও পাঠাভ্যাস করাতে মোহনগঞ্জের চলন্ত পাঠাগার ব্যতিক্রমধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বই নিয়ে বেড়াচ্ছে পথেঘাটে। বইপড়ার অভ্যাস করাতে পাঠকের কাছে যাচ্ছে পাঠাগার। বিভিন্ন জমায়েতে ছেড়ে দিচ্ছে বই। সম্প্রতি মোহনগঞ্জ পৌরশহরের বুক চিরে প্রবাহিত শিয়ালজানি খাল পাড়ে ওয়াকওয়েতে নির্মিত ছত্রছায়ায় জমিয়ে তোলেন বই আড্ডা। কিছুক্ষণের জন্য শিশু কিশোররা মেতে উঠে বই আড্ডায়। চলন্ত পাঠাগারের এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকই সাধুবাদ জানান।