জামালপুরের মাদারগঞ্জে সওপজের জমিতে অবৈধভাবে দখল করে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাততলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক বিভাগ (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
জামালপুরের মাদারগঞ্জে গোদাশিমুলিয়ার অভিযুক্ত ব্যক্তি এক সময়ের রাখাল রাজা বদরুল আলম সর্দার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। এই ৭ তলা ভবনটি মাদারগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ মডেল থানাসংলগ্ন নির্মাণ করা হয়েছে, যেখানে সরকার নির্ধারিত ৩৩ ফুট জায়গা খালি রাখা বাধ্যতামূলক। অভিযোগ রয়েছে, তিনি এই নিয়ম অমান্য করে ‘বদরুল টাওয়ার’ নামে সাততলা ভবন নির্মাণ করেছেন।
জানা যায়, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বদরুল আলম রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৌরসভা থেকে রহস্যজনকভাবে ভবনের নকশা ও ডিজাইন অনুমোদন করিয়ে নেন। এলজিইডির মাদারগঞ্জ-মেলান্দহ জে-৭ সড়কের উত্তর পাশে এবং সওজের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হলেও কোনো সংস্থা তাকে বাধা দেয়নি।
এ বিষয়ে, জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওজিশ রহমান বিশ্বাস বলেন, আমি নতুন যোগদান করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমরা সবাইকে জানাচ্ছি সড়কের নির্ধারিত জায়গা (৩৩ ফুট) দখল করা যাবে না। কিন্তু কেউ মানছে না।
বুধবার, ০২ জুলাই ২০২৫
জামালপুরের মাদারগঞ্জে সওপজের জমিতে অবৈধভাবে দখল করে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাততলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক বিভাগ (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
জামালপুরের মাদারগঞ্জে গোদাশিমুলিয়ার অভিযুক্ত ব্যক্তি এক সময়ের রাখাল রাজা বদরুল আলম সর্দার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। এই ৭ তলা ভবনটি মাদারগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ মডেল থানাসংলগ্ন নির্মাণ করা হয়েছে, যেখানে সরকার নির্ধারিত ৩৩ ফুট জায়গা খালি রাখা বাধ্যতামূলক। অভিযোগ রয়েছে, তিনি এই নিয়ম অমান্য করে ‘বদরুল টাওয়ার’ নামে সাততলা ভবন নির্মাণ করেছেন।
জানা যায়, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বদরুল আলম রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৌরসভা থেকে রহস্যজনকভাবে ভবনের নকশা ও ডিজাইন অনুমোদন করিয়ে নেন। এলজিইডির মাদারগঞ্জ-মেলান্দহ জে-৭ সড়কের উত্তর পাশে এবং সওজের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হলেও কোনো সংস্থা তাকে বাধা দেয়নি।
এ বিষয়ে, জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওজিশ রহমান বিশ্বাস বলেন, আমি নতুন যোগদান করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমরা সবাইকে জানাচ্ছি সড়কের নির্ধারিত জায়গা (৩৩ ফুট) দখল করা যাবে না। কিন্তু কেউ মানছে না।