মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে মুন্সির বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গাড়ি চাপায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকামুখী লেনে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর হাইওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, তিনি মহাসড়ক পার হতে গিয়ে কোনো দ্রুতগতির যানবাহনের নিচে চাপা পড়েন।
ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে মুন্সির বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গাড়ি চাপায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকামুখী লেনে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর হাইওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, তিনি মহাসড়ক পার হতে গিয়ে কোনো দ্রুতগতির যানবাহনের নিচে চাপা পড়েন।
ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।