মোহনগঞ্জ (নেত্রকোনা) : পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে -সংবাদ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন রাস্তায় ভাঙন দেখা দিয়েছে।
দৌলতপুর কালীবাড়ি সন্নিকট, সাধারণ পাঠাগার মোড়, মহিলা কলেজ মোড়, অত্র কলেজের পেছনের, পৌর মিলনায়তন থেকে উপজেলার, থানা রোডস্থ অটো স্ট্যাণ্ড থেকে ঈদগাহ, বিপরীতে শিয়ালজানী, দৌলতপুর লোকনাথ মন্দির অভিমুখী, মার্কাজ বাজার থেকে পুখুরিয়া, বসুন্ধরা মোড়সহ বিভিন্ন রাস্তায় ভাঙন থাকাতে চলাচলে সমুহ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী উপজেলা ধরমপাশা থেকে প্রতিনিয়ত ঢাকা, চট্টগ্রামের দূরপাল্লার বাস মোহনগঞ্জ পৌরশহর দিয়ে চলাচল করে।
এছাড়া ট্রাক,পিকাপ, সিএনজি, অটো, রিক্সা,ভ্যান সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে রাতদিন। বিশেষ করে এসব যান চলাচলের রাস্তা হলো থানা রোড হয়ে মহিলা কলেজ রাস্তা দিয়ে দৌলতপুর কালীবাড়ি রাস্তা ধরে প্রধান সড়কে বের হওয়া।
কালীবাড়ি সন্নিকটে, মহিলা কলেজ মোড়ে, বসুন্ধরা মোড়ে খানাখন্দসহ গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ও পথচারী চলাচল বিঘ্নিত হচ্ছে।
এর মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছে যানজটের। উল্লেখিত অন্যান্য রাস্তাগুলোরও একই অবস্থা। প্রয়োজনীয় পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই অনেক রাস্তায় জলজটের সৃষ্টি হচ্ছে।
বর্ষা মৌসুম চলছে। প্রয়োজনীয় সংস্কার না হলে রাস্তাগুলো আরো বেহাল হয়ে পড়বে বলে এলাকাবাসী জানান।
তাই যথাশীঘ্র উল্লেখিত রাস্তাগুলো শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্হা নির্মাণ করার জন্য স্ব স্ব এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে -সংবাদ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন রাস্তায় ভাঙন দেখা দিয়েছে।
দৌলতপুর কালীবাড়ি সন্নিকট, সাধারণ পাঠাগার মোড়, মহিলা কলেজ মোড়, অত্র কলেজের পেছনের, পৌর মিলনায়তন থেকে উপজেলার, থানা রোডস্থ অটো স্ট্যাণ্ড থেকে ঈদগাহ, বিপরীতে শিয়ালজানী, দৌলতপুর লোকনাথ মন্দির অভিমুখী, মার্কাজ বাজার থেকে পুখুরিয়া, বসুন্ধরা মোড়সহ বিভিন্ন রাস্তায় ভাঙন থাকাতে চলাচলে সমুহ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী উপজেলা ধরমপাশা থেকে প্রতিনিয়ত ঢাকা, চট্টগ্রামের দূরপাল্লার বাস মোহনগঞ্জ পৌরশহর দিয়ে চলাচল করে।
এছাড়া ট্রাক,পিকাপ, সিএনজি, অটো, রিক্সা,ভ্যান সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে রাতদিন। বিশেষ করে এসব যান চলাচলের রাস্তা হলো থানা রোড হয়ে মহিলা কলেজ রাস্তা দিয়ে দৌলতপুর কালীবাড়ি রাস্তা ধরে প্রধান সড়কে বের হওয়া।
কালীবাড়ি সন্নিকটে, মহিলা কলেজ মোড়ে, বসুন্ধরা মোড়ে খানাখন্দসহ গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ও পথচারী চলাচল বিঘ্নিত হচ্ছে।
এর মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছে যানজটের। উল্লেখিত অন্যান্য রাস্তাগুলোরও একই অবস্থা। প্রয়োজনীয় পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই অনেক রাস্তায় জলজটের সৃষ্টি হচ্ছে।
বর্ষা মৌসুম চলছে। প্রয়োজনীয় সংস্কার না হলে রাস্তাগুলো আরো বেহাল হয়ে পড়বে বলে এলাকাবাসী জানান।
তাই যথাশীঘ্র উল্লেখিত রাস্তাগুলো শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্হা নির্মাণ করার জন্য স্ব স্ব এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।