সাভার (ঢাকা) : বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড -সংবাদ
সাভারে ‘লেবার ফেডারেশন’ নামে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে পোশাক কারখানার শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বসুন্ধরা গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিকের বকেয়া বেতনের টাকা থেকে ওই সংগঠনের সদস্যরা ১ হাজার টাকা করে আদায় করেছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নাজিমনগর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। তবে অভিযোগ রয়েছে, এই সুযোগে শ্রমিকদের কাছ থেকে কৌশলে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করেন ‘লেবার ফেডারেশন’-এর নেতাকর্মীরা।
শ্রমিকরা জানান, বসুন্ধরা গার্মেন্টস পূর্বে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। এতে প্রায় নয় শতাধিক শ্রমিক কয়েক মাসের বেতন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়ে। এরপর কয়েক দফায় সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে কর্তৃপক্ষ বেতন পরিশোধে সম্মত হয় এবং গত মঙ্গলবার থেকে তা প্রদান শুরু করে। কিন্তু এ বেতনের অর্থ থেকে শ্রমিকদের অজ্ঞাতে ১ হাজার টাকা করে কেটে নেয় সংগঠনটি।
লেবার ফেডারেশনের সাভার এরিয়া প্রধান মরিয়ম বলেন, ‘শ্রমিকদের জন্য শ্রমিক সংগঠন কাজ করে। শ্রমিকদের চাঁদার মাধ্যমেই সংগঠন পরিচালিত হয়। এটা বাংলাদেশের শ্রম আইনেও বলা আছে। আমাদের শ্রমিকরাই সিদ্ধান্ত নিয়েছে। আমরা গত কয়েক মাস ধরে এখানে কাজ করছি, আর এতে গাড়ি ভাড়া, থাকা-খাওয়া বাবদ প্রায় ১২-১৩ লাখ টাকা খরচ হয়েছে।’
তবে এ বিষয়ে বসুন্ধরা গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা গার্মেন্টসটি বর্তমানে বন্ধ। তাদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে। তবে এক শ্রমিক সংগঠনের বিরুদ্ধে শ্রমিকদের বেতন থেকে টাকা নেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
সাভার (ঢাকা) : বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড -সংবাদ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
সাভারে ‘লেবার ফেডারেশন’ নামে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে পোশাক কারখানার শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বসুন্ধরা গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিকের বকেয়া বেতনের টাকা থেকে ওই সংগঠনের সদস্যরা ১ হাজার টাকা করে আদায় করেছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নাজিমনগর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। তবে অভিযোগ রয়েছে, এই সুযোগে শ্রমিকদের কাছ থেকে কৌশলে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করেন ‘লেবার ফেডারেশন’-এর নেতাকর্মীরা।
শ্রমিকরা জানান, বসুন্ধরা গার্মেন্টস পূর্বে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। এতে প্রায় নয় শতাধিক শ্রমিক কয়েক মাসের বেতন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়ে। এরপর কয়েক দফায় সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে কর্তৃপক্ষ বেতন পরিশোধে সম্মত হয় এবং গত মঙ্গলবার থেকে তা প্রদান শুরু করে। কিন্তু এ বেতনের অর্থ থেকে শ্রমিকদের অজ্ঞাতে ১ হাজার টাকা করে কেটে নেয় সংগঠনটি।
লেবার ফেডারেশনের সাভার এরিয়া প্রধান মরিয়ম বলেন, ‘শ্রমিকদের জন্য শ্রমিক সংগঠন কাজ করে। শ্রমিকদের চাঁদার মাধ্যমেই সংগঠন পরিচালিত হয়। এটা বাংলাদেশের শ্রম আইনেও বলা আছে। আমাদের শ্রমিকরাই সিদ্ধান্ত নিয়েছে। আমরা গত কয়েক মাস ধরে এখানে কাজ করছি, আর এতে গাড়ি ভাড়া, থাকা-খাওয়া বাবদ প্রায় ১২-১৩ লাখ টাকা খরচ হয়েছে।’
তবে এ বিষয়ে বসুন্ধরা গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা গার্মেন্টসটি বর্তমানে বন্ধ। তাদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে। তবে এক শ্রমিক সংগঠনের বিরুদ্ধে শ্রমিকদের বেতন থেকে টাকা নেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’