পটুয়াখালীর দুমকিতে কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে কৃষি উপকরণ সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠান দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমিতা আক্তার সোনিয়া। এ সময় উপজেলার সহকারী কৃষি কর্মকর্তাগণ, ১৪টি প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সভাপতি, সম্পাদকসহ কৃষান কৃষাণিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
পটুয়াখালীর দুমকিতে কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে কৃষি উপকরণ সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠান দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমিতা আক্তার সোনিয়া। এ সময় উপজেলার সহকারী কৃষি কর্মকর্তাগণ, ১৪টি প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সভাপতি, সম্পাদকসহ কৃষান কৃষাণিরা উপস্থিত ছিলেন।