চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রব তপাদার (৬২) ও তার ছেলে সায়েম তপাদার (২৩)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এ সময় পার্শ্ববর্তী আকতার তপদারের দোকান থেকে নেয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব স্পৃষ্ট হন। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রব তপদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার ছেলে সায়েম শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রব তপাদার (৬২) ও তার ছেলে সায়েম তপাদার (২৩)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এ সময় পার্শ্ববর্তী আকতার তপদারের দোকান থেকে নেয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব স্পৃষ্ট হন। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রব তপদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার ছেলে সায়েম শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।