কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বৃষ্টির কারণে সড়কে পিচ্ছিল অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। এ সময় এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে এবং আরেকজনের মরদেহ বাসের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম জানান, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সঙ্গে চালকের গতি নিয়ে কথাকাটাকাটি হচ্ছিল। চুনতি পার হওয়ার পর হঠাৎ গতি বাড়িয়ে দিলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে যায়।
ওসি আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বৃষ্টির কারণে সড়কে পিচ্ছিল অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। এ সময় এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে এবং আরেকজনের মরদেহ বাসের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম জানান, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সঙ্গে চালকের গতি নিয়ে কথাকাটাকাটি হচ্ছিল। চুনতি পার হওয়ার পর হঠাৎ গতি বাড়িয়ে দিলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে যায়।
ওসি আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।