ধোবাউড়া-কলসিন্দুর সড়ক
ধোবাউড়া (ময়মনসিংহ) : খানাখন্দে ভরা ধোবাউড়া-কলসিন্দুর সড়ক -সংবাদ
ময়সনসিংহের ধোবাউড়া-কলসিন্দুর তিন কিলোমিটার পাকা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এই তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
উপজেলা সদরের একমাত্র প্রবেশ পথ হওয়ায় গামারীতলা এবং দক্ষিণমাইজপাড়া দুটি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পঞ্চনন্দপুর ও কৃষ্ণপুর বাজারের অবস্থা খুবই ভয়ংকর। মানুষের সীমাহীন দুর্ভোগ কারও নজরে পড়েনা। দক্ষিণমাইজপাড়া ও গামারীতলা ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ধোবাউড়া থানা, উপজেলা পরিষদ, স্বাস্থ্যকমপ্লেক্স ও ধোবাউড়া সদর বাজারে বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি ভাঙ্গা থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ্য হয়ে যায় রোগী।দক্ষিণমাইজপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, একজন রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, কৃষ্ণপুর আসার পর রোগীর যে অবস্থা হয়েছে বাচবে কি না সন্দেহ। অনেক গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা। বিজয়পুর ও ভেদিকুড়া পর্যটন এলাকা হওয়ায় ধোবাউড়ার বাহিরে থেকেও অসংখ্য পর্যটক এই রাস্তা দিয়ে যাতায়ত করেন। কলসিন্দুর বাজারের ধান্য ব্যবসায়ীরা ধানের গাড়ি নিয়ে যেতে পারেন না। এতে ক্ষতির মুখে পড়েন তারা। ধান ব্যবসায়ী সবুজ জানান, ধান ভর্তি ট্রাক নিয়ে তারা রাস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, এই রাস্তা সংষ্কারের প্রক্রিয়া চলছে, খুব শীগ্রই আমরা প্রাক্কলন তৈরি করব।
ধোবাউড়া-কলসিন্দুর সড়ক
ধোবাউড়া (ময়মনসিংহ) : খানাখন্দে ভরা ধোবাউড়া-কলসিন্দুর সড়ক -সংবাদ
শনিবার, ০৫ জুলাই ২০২৫
ময়সনসিংহের ধোবাউড়া-কলসিন্দুর তিন কিলোমিটার পাকা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এই তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
উপজেলা সদরের একমাত্র প্রবেশ পথ হওয়ায় গামারীতলা এবং দক্ষিণমাইজপাড়া দুটি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পঞ্চনন্দপুর ও কৃষ্ণপুর বাজারের অবস্থা খুবই ভয়ংকর। মানুষের সীমাহীন দুর্ভোগ কারও নজরে পড়েনা। দক্ষিণমাইজপাড়া ও গামারীতলা ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ধোবাউড়া থানা, উপজেলা পরিষদ, স্বাস্থ্যকমপ্লেক্স ও ধোবাউড়া সদর বাজারে বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি ভাঙ্গা থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ্য হয়ে যায় রোগী।দক্ষিণমাইজপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, একজন রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, কৃষ্ণপুর আসার পর রোগীর যে অবস্থা হয়েছে বাচবে কি না সন্দেহ। অনেক গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা। বিজয়পুর ও ভেদিকুড়া পর্যটন এলাকা হওয়ায় ধোবাউড়ার বাহিরে থেকেও অসংখ্য পর্যটক এই রাস্তা দিয়ে যাতায়ত করেন। কলসিন্দুর বাজারের ধান্য ব্যবসায়ীরা ধানের গাড়ি নিয়ে যেতে পারেন না। এতে ক্ষতির মুখে পড়েন তারা। ধান ব্যবসায়ী সবুজ জানান, ধান ভর্তি ট্রাক নিয়ে তারা রাস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, এই রাস্তা সংষ্কারের প্রক্রিয়া চলছে, খুব শীগ্রই আমরা প্রাক্কলন তৈরি করব।