বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে মোহনগঞ্জ উল্টোরথের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক রথযাত্রা উৎসব শেষ হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রতিদিন পূজার্চনা, ভোগরাগ, সদগ্রণ্হাদি পাঠ, ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভার আয়োজন করা হয়। শাস্ত্রে আছে, রথযাত্রার প্রথমদিনে জগন্নাথ, সুভদ্রা দেবী, বলদেব রথে আরোহন করে গুচিণ্ডাতে মাসীর বাড়িতে গমন করেন। ৯ দিন পরে উল্টোরথে আবার নিজধাম পুরীতে ফেরত যান। রথ মানে দেহ রথী মানে আত্মা। ভক্ত যদি রথের রশিতে টান দেন তার পুনর্জন্ম হয় না। রথযাত্রা উৎসবের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ শ্রীশ্রীজগন্নাথ আখড়া কমিটির সভাপতি অমল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক নিবারণ চন্দ্র সাহা,কোষাধ্যক্ষ দেবব্রত রায়, সেবায়েত চন্দন চক্রবর্তীসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও ভক্তবৃন্দ।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে মোহনগঞ্জ উল্টোরথের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক রথযাত্রা উৎসব শেষ হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রতিদিন পূজার্চনা, ভোগরাগ, সদগ্রণ্হাদি পাঠ, ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভার আয়োজন করা হয়। শাস্ত্রে আছে, রথযাত্রার প্রথমদিনে জগন্নাথ, সুভদ্রা দেবী, বলদেব রথে আরোহন করে গুচিণ্ডাতে মাসীর বাড়িতে গমন করেন। ৯ দিন পরে উল্টোরথে আবার নিজধাম পুরীতে ফেরত যান। রথ মানে দেহ রথী মানে আত্মা। ভক্ত যদি রথের রশিতে টান দেন তার পুনর্জন্ম হয় না। রথযাত্রা উৎসবের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ শ্রীশ্রীজগন্নাথ আখড়া কমিটির সভাপতি অমল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক নিবারণ চন্দ্র সাহা,কোষাধ্যক্ষ দেবব্রত রায়, সেবায়েত চন্দন চক্রবর্তীসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও ভক্তবৃন্দ।