সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : তিস্তা পিসি গার্ডার সেতু -সংবাদ
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এলজিইডি এত বড় ব্রিজ এর আগে কোথাও নির্মাণ করেনি। আমরা ব্রিজের সব প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতোমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে।
উপদেষ্টার সঙ্গে কথা বলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধনের তারিখ নিধারণ করে সাংবাদিকদের জানানো হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুর জেলা একটি উল্লেখযোগ্য জেলা। শহীদ আবু সাঈদ আমাদের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। সে কারণে এই ব্রিজটির গুরুত্ব অনেক বেশি।
শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবুল হাসান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক।
সচিব মহোদয় বলেন, এখানে অসংখ্য কালর্ভাট, সেতু ও অনেক রাস্তার রয়েছে। আর্চ ব্রিজের ত্রুটি ইতোমধ্যে সমাধান হয়েছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহণের টাকা পাবেন মালিকরা।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো.আব্দুর রশীদ বলেন, শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিং এর কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকীর রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।
সচিব ব্রিজ পয়েন্টে এসে চায়না কোম্পনী অফিসে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্রিজের পাঁচপীর বাজার ও হরিপুর চিলমারী পয়েন্ট পরিদর্শন করেন কাজের অগ্রগতি দেখেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : তিস্তা পিসি গার্ডার সেতু -সংবাদ
শনিবার, ০৫ জুলাই ২০২৫
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এলজিইডি এত বড় ব্রিজ এর আগে কোথাও নির্মাণ করেনি। আমরা ব্রিজের সব প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতোমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে।
উপদেষ্টার সঙ্গে কথা বলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধনের তারিখ নিধারণ করে সাংবাদিকদের জানানো হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুর জেলা একটি উল্লেখযোগ্য জেলা। শহীদ আবু সাঈদ আমাদের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। সে কারণে এই ব্রিজটির গুরুত্ব অনেক বেশি।
শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবুল হাসান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক।
সচিব মহোদয় বলেন, এখানে অসংখ্য কালর্ভাট, সেতু ও অনেক রাস্তার রয়েছে। আর্চ ব্রিজের ত্রুটি ইতোমধ্যে সমাধান হয়েছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহণের টাকা পাবেন মালিকরা।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো.আব্দুর রশীদ বলেন, শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিং এর কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকীর রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।
সচিব ব্রিজ পয়েন্টে এসে চায়না কোম্পনী অফিসে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্রিজের পাঁচপীর বাজার ও হরিপুর চিলমারী পয়েন্ট পরিদর্শন করেন কাজের অগ্রগতি দেখেন।